
রংপুর প্রতিনিধি:রংপুর নগরীর আনন্দলোক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে অভিভাবকরা জানান, কলেজে অফিস সহকারী হিসেবে যোগদান করা সাইফুল ইসলাম এখন কলেজের অধ্যক্ষ।
এই কলেজে জোরপূর্বক শিক্ষার্থীদের কাছে টাকা আদায় করা, একই ব্যক্তি তিনটি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে অধ্যক্ষের সহায়তায় পরিবারের ৬ সদস্যকে এই কলেজে নিয়োগ দিয়েছেন।
এ ছাড়াও অধ্যক্ষ তার মনগড়া কমিটির মাধ্যমে বিভিন্ন পদে চাকরি প্রদানের নামে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
এ ছাড়াও তিনি রয়েছেন আরো তিনটি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য। তাতেও থেমে নেই। এবার শিক্ষার্থিদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত ভর্তি ফি আদায়সহ লাখ লাখ নিয়োগ বাণিজ্যে ও নিজস্ব মনমতো সাজানো কমিটির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে রংপুরের ঐতিহ্যবাহী আনন্দ লোক মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ও সভাপতি দম্ভ ভরে বলেন, কারো কিছু করার নেই। তাই এলাকাবাসী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষ ও সভাপতির অনিয়ম দুর্নীতির আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আনন্দলোক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করার একাধিক বার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নেইনি।