• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি,,, জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মান্দায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় খলিশা কুড়ি বাজারে ধানের শীষের পক্ষে সমবায় দলের গণসংযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। সড়ক নির্মাণে অনিয়ম! দীর্ঘ দিন বন্ধ থাকার পর কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ/দৈনিক ক্রাইম বাংলা।। বিজয় দিবসে মান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা/দৈনিক ক্রাইম বাংলা।। হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, কিডনি কার্যক্রমে উন্নতি হলেও ঝুঁকি রয়ে গেছে ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, নির্বাচন বানচালের চেষ্টা: যমুনার বৈঠকে রাজনৈতিক ঐক্য আমতলীতে নুরজাহান ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় ড. টিপুর উপস্থিতিতে কুশুম্বায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।।

বনানীতে, অর্গানিক স্পার আড়ালে চলছে দেহ ব্যবসা ও মাদক ব্যবসা /দৈনিক ক্রাইম বাংলা। ।

রিপোর্টার: / ৩১৪ পঠিত
আপডেট: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বনানীর আউয়াল সেন্টার টাওয়ারের সাত তলায় অর্গানিক  স্পা নামক শরীর মেসেজ ও ভিআইপি সেলুন, এর কথা থাকলেও।

সেখানে চলছে রমরমা দেহ ব্যবসা ও মাদক ব্যবসার মতো অসামাজিক কার্যকলাপ।

সেখানে গণমাধ্যমকর্মীরা জানতে পারলে তাদেরকে বিভিন্ন হামলা মামলার হুমকি দিয়ে আসছিল সেই স্পার মালিক বাবুল। তার নাকি অনেক পাওয়ার রয়েছে তার বাড়ি গোপালগঞ্জ বলেই তার বিভিন্ন পরিচিত নেতাদের সাথে সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে কথিত পরিচয়দানকারী এক সাংবাদিক শিমুল বলেন, আমিও এক গণমাধ্যমকর্মী বাবুল ভাই তার ছত্রছায়ায় রয়েছি বাবুল ভাই অনেক ভালো লোক বলে তিনি গণমাধ্যমকর্মীদের কে মুঠোফোনে জানান। এবং তিনি এও বলে, বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন নামিদামি নেতারাও নাকি এই স্পায় আসে বলে তিনি জানান ।

তারা এ-ও বলেন বিভিন্ন গণমাধ্যম কর্মীদের প্রেমেন্ট দিয়ে নাকি এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে জানান বাবুল মিয়া।

এ বিষয়ে ১০ তলায় থাকা বাবু মিয়া জানান, যে আসলে এরা দীর্ঘদিন যাবৎ এ দেহ ব্যবসা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের হাত অনেক লম্বা বলেই তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই আমাদের দাবি, অতিসত্বর এদেরকে আইনের আওতায় আনা উচিত , প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এসব দেহ ব্যবসা ও মাদক ব্যবসা মতো অসামাজিক কাজ থেকে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার পথ থেকে, আলোর পথে ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ