• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাড্ডায় বাড়ি থেকে গলিত অবস্থায় নারী-পুরুষের জোড়া মরদেহ উদ্ধার,,,,, বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার ও ষড়যন্ত্র দৃশ্যমান: তারেক রহমান,,, প্রতীক ইস্যু নিষ্পত্তি, এনসিপির লক্ষ্য একক নির্বাচনী লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী,,, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, শঙ্কা প্রকাশ মির্জা ফখরুলের,,,, দেশের ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ: নির্বাচন কমিশন,, বিএনপির মধ্যে স্বৈরাচারী চিন্তাধারা দেখা যাচ্ছে: ডা. তাহের,,, শাপলা কলি’ প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি,, জাতীয় নির্বাচনে পুলিশ থাকবে নিরপেক্ষ ও পেশাদার: আইজিপি বাহারুল আলম,,, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: সারাদেশে ক্যান্সার সচেতনতা বৃদ্ধি করা জরুরি,,, ভিডিও গেম থেকে বড় পর্দায় আসছে ‘কল অব ডিউটি’,,,,

বনানীতে, অর্গানিক স্পার আড়ালে চলছে দেহ ব্যবসা ও মাদক ব্যবসা /দৈনিক ক্রাইম বাংলা। ।

রিপোর্টার: / ২৮৭ পঠিত
আপডেট: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বনানীর আউয়াল সেন্টার টাওয়ারের সাত তলায় অর্গানিক  স্পা নামক শরীর মেসেজ ও ভিআইপি সেলুন, এর কথা থাকলেও।

সেখানে চলছে রমরমা দেহ ব্যবসা ও মাদক ব্যবসার মতো অসামাজিক কার্যকলাপ।

সেখানে গণমাধ্যমকর্মীরা জানতে পারলে তাদেরকে বিভিন্ন হামলা মামলার হুমকি দিয়ে আসছিল সেই স্পার মালিক বাবুল। তার নাকি অনেক পাওয়ার রয়েছে তার বাড়ি গোপালগঞ্জ বলেই তার বিভিন্ন পরিচিত নেতাদের সাথে সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে কথিত পরিচয়দানকারী এক সাংবাদিক শিমুল বলেন, আমিও এক গণমাধ্যমকর্মী বাবুল ভাই তার ছত্রছায়ায় রয়েছি বাবুল ভাই অনেক ভালো লোক বলে তিনি গণমাধ্যমকর্মীদের কে মুঠোফোনে জানান। এবং তিনি এও বলে, বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন নামিদামি নেতারাও নাকি এই স্পায় আসে বলে তিনি জানান ।

তারা এ-ও বলেন বিভিন্ন গণমাধ্যম কর্মীদের প্রেমেন্ট দিয়ে নাকি এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে জানান বাবুল মিয়া।

এ বিষয়ে ১০ তলায় থাকা বাবু মিয়া জানান, যে আসলে এরা দীর্ঘদিন যাবৎ এ দেহ ব্যবসা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের হাত অনেক লম্বা বলেই তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই আমাদের দাবি, অতিসত্বর এদেরকে আইনের আওতায় আনা উচিত , প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এসব দেহ ব্যবসা ও মাদক ব্যবসা মতো অসামাজিক কাজ থেকে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার পথ থেকে, আলোর পথে ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ