কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে নাইট,শর্ট পিস ক্রিকেট টুর্ণামেন্ট। শেখ ফজলুল হক মনি স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলার বালিয়তলী ইউনিয়নের বাবলাতলা বাজার সংলগ্ন মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এতে মোট ১০ টি দল অংশগ্রহন করবে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে নাইট,শর্ট পিস ক্রিকেট খেলার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ আওয়ামীলীগ সভাপতি মো. আনছার উদ্দিন মুন্সি। এ সময় বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, রাঙ্গবালী উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আবুল বাসার তোতা,বড় বাইশদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, চর মোন্তাজ ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক রিপন মৃধা বালিয়াতলী ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম সুমন মৃধা, রিয়াজ উদ্দিন তালুকদার, মহিলা সদস্য মোসা. মর্জিনা বেগম, শেখ ফজলুল হক মনি স্মৃতি পরিষদের সভাপতি মো.তুহিন হোসাইনসহ যুবলীগ নেতা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় যুবলীগ নেতা একই ইউনিয়নের সূর্যমুখি যুব উন্নয়ন সমিতির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে যোগ দেয়। সেখানে তিনি বক্তব্য রাখেন। সভা শেষে ওই সমিতির উন্নয়নের লক্ষ্যে নগত অর্থ প্রদান করেন তিনি।
You cannot copy content of this page