লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহনে বসেছে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা। স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের প্রচেষ্টায় উদ্ভাবন করেছেন বিজ্ঞান বিষয়ক যন্ত্রপাতি ও প্রযুক্তি। যা ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি বিজ্ঞান বিষয়ে ধারণা পাবেন শিক্ষার্থীরা। ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াডে ঢল নেমেছে দর্শনার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের।
সোমবার (১২ ডিসেম্বর ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
এতে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩টি স্টল দিয়েছে। বিকালে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।
আয়োজকরা বলেছেন, এমন মেলার মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের মেধা খাটিয়ে আরও বেশি এগিয়ে যাবে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহ পাবে। যার মধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটবে।
You cannot copy content of this page