এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।
উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপনের (এনজিও) সেবা মাস উপলক্ষে আঞ্চলিক কার্যালয় বাউফলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ শে ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাউফল পৌরশহর সহ উপজেলা পরিষদের প্রতিটা অফিসে গিয়ে গিয়ে এরিয়া ম্যানেজার (জিইপি) এমএ সাইদ ও শাখা ব্যবস্থাপক বাউফল-২ এর কেএম আলমগীর হোসেন এ লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ এম জাফরান হারুন, সিনিয়র সহ-সভাপতি, বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ পরিষদ ও সহ-সভাপতি, প্রেসক্লাব বাউফল।
এবিষয়ে এরিয়া ম্যানেজার (জিইপি) এমএ সাইদ ও শাখা ব্যবস্থাপক বাউফল-২ এর কেএম আলমগীর হোসেন জানান, আমাদের এনজিও উদ্দীপন সেবা মাস পহেলা জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৩ ইং পর্যন্ত। সেবা মাস উপলক্ষে নতুন সদস্যদের জন্য ১০০ টাকা সঞ্চয় বোনাস, ভর্তি ফি নেই, বিনামূল্যে পাশ বই, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং উদ্দীপন সঞ্চয় স্কিমে ৬% থেকে ১২% পর্যন্ত মুনাফা, সঞ্চয়ের বিপরীতে ঋন সুবিধা, নিয়মিত চাহিবামাত্র ফেরত।