এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।
‘নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে জীবন হোক রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সারা দেশের সাথে মিল রেখে মানসম্মত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ৭৯ নং পূর্ব কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০২ নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই।
রোববার (০১জানুয়ারি) সকাল ১০টার দিকে ৭৯ নং পূর্ব কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বই উৎসবের আয়োজন করেন। সেখানে প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ম্যানেজিং কমিটির সভাপতি ও ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি সাংবাদিক শেখ এম জাফরান হারুন উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।
এদিকে বেলা ১১টার দিকে ২০২ নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় বই উৎসবের আয়োজন করেন। সেখানে প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি সাংবাদিক শেখ এম জাফরান হারুন উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন পাঠ্যবই তুলে দেন।
এসময় অত্র প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশ ছড়িয়ে পড়ে। নতুন বছরের নতুন পাঠ্যবই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে। এবং শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।