• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মহিপুরে দুই শিক্ষার্থী বহিস্কার/দৈনিক ক্রাইম বাংলা।। আরাফাত জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় একাধিক নারীর মৃত্যু,অর্থের বিমিময়ে ধামাচাপা অভিযোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় ৬ হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ আর্থিক সহায়তা বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দেশীয় কাগজশিল্পের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে,,,,,,দৈনিক ক্রাইম বাংলা সার্কের স্থবিরতায় চীন-পাকিস্তানের নতুন জোট পরিকল্পনা, আলোচনায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচিত সরকারের সঙ্গে দ্রুত কাজ করতে চায় চীন: মির্জা ফখরুল,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার কাল,,,,,দৈনিক ক্রাইম বাংলা


বাউফলে বৃদ্ধ স্বামীকে অমানবিক নির্যাতন সহ মারধর দাজ্জাল স্ত্রীর/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৪৮ পঠিত
আপডেট: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩


এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফল উপজেলায় বৃদ্ধ স্বামীকে অমানবিক নির্যাতন সহ অমানবিক ভাবে মারধর করার অভিযোগ পাওয়া গেছে স্ত্রী মোসাঃ নুরজাহান বেগমের বিরুদ্ধে।

নির্যাতন সহ মারধরে আহত স্বামীর নাম মোঃ জব্বার সওদাগর (৬৫), তিনি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালাইয়া কোর্টপাড় গ্রামের বাসিন্দা মৃত সত্তার সওদাগরের পুত্র।

আর অভিযুক্ত স্ত্রী মোসাঃ নুরজাহান বেগম (৪০), একই ইউনিয়নের কালাইয়া গ্রামের বাসিন্দা মৃত জালালুদ্দিন সওদাগরের মেয়ে।

অভিযোগকারী আহত বৃদ্ধ স্বামী মোঃ জব্বার সওদাগর আর্তনাদ করতে করতে বলেন, প্রায়দিনই খুটিনাটি সমস্যা নিয়ে আমার ওপর অমানবিক নির্যাতন করা সহ মারধর করে আসছিল আমার স্ত্রী নুরজাহান। আমি বৃদ্ধ হওয়ায় আমাকে নাকি তার ভালো লাগেনা। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ধানের খের আনাকে কেন্দ্র করে আমাকে ঘরের ভীতরে ফেলে বেধড়ক মারধর করে। আমি জীবন বাচাতে বাড়ির উঠনে আসলে সেখানেও বাড়ির সবার সামনে আমাকে বেধড়ক মারধর সহ আমার বুকের ওপর লাথি মারে। মারধরে আমি খুব অসুস্থ। এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে জানিয়েছি।

বৃদ্ধ স্বামী আরও বলেন, চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দিয়েছি শুনে আমার স্ত্রী আমাকে ঘরে উঠতে দেয় না। আমি ঘরে আসলে আমার মুখের ভীতর গামছা ভরে মেরে ফেলবে বলে সবার সামনে বলেছে। তাই আমি অন্যের বাড়িতে খাই থাকি এবং চেয়ারম্যান মেম্বার তার একটা পশমেরও ক্ষতি করতে পারবেনা বলে সবার সামনে বলেছে। আমি বিচার চাই।

সরেজমিনে বাড়ির লোকজন সহ স্থানীয়রা জানান, ওই মহিলা একটা দাজ্জাল দানব। কাউকে সে তোয়াক্কা করে না। বৃদ্ধ বলে প্রায়দিনই তার স্বামীকে নির্যাতন সহ মারধর করে আসছে। তাদের ছেলে মেয়েও তাদের কিছু বলে না এবং কেউ বাড়িতে আসেনা। স্বামীকে যে কোনও মুহূর্তে ওই মহিলা মেরে ফেলবে। সেদিন ওই বৃদ্ধ স্বামীকে যেভাবে মারধর করেছে এবং গলা টিপে ধরেছে তাতে আমরা দ্রুত এগিয়ে না আসলে মরে যেত। এখনতো দাজ্জাল মহিলা তার স্বামীকে ঘরেই উঠতে দেয় না।

মেম্বার মোহাম্মদ আলী জানান, আসলেই মহিলাটা একটা দাজ্জাল। বৃদ্ধ স্বামী আমার কাছে এসেছিল। আমি তাকে চেয়ারম্যানের কাছে পাঠিয়েছিলাম।

চেয়ারম্যান এসএম ফয়সল আহমেদ মনির হোসেন মোল্লা প্রতিবেদককে বলেন, এব্যাপারে আমি অবগত হয়ে একজন গ্রাম পুলিশ পাঠিয়েছি। অবশ্যই বিচারের আওতায় আনা হবে ওই মহিলাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ