এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
টুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে। এতে এলাকায় চলছে শোকের মাতম।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের বাসিন্দা মাসুদ মৃধার মেয়ে মরিয়ম (৭) ও তার ভাই নিজাম মৃধার মেয়ে রাফিয়া (৪) বৃহস্পতিবার দিন দুপুরে মায়েদের অগোচরে পুকুর পাড়ে খেলতে যায়।
এসময় দুই বোন পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি করে তাদের পুকুরে ভাসতে দেখে প্রতিবেশিরা। পরে দুই বোনকে উদ্ধার করে স্থানীয় চিকনিকান্দি স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গেলে তাদেরকে মৃত ঘোষণা করা হয়।