শাকিল বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নদী বন্দর থেকে প্রায় দেড় ঘণ্টা আগে ছেড়ে গেছে ঢাকাগামী তিনটি বিলাসবহুল লঞ্চ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সরকারি নির্দেশনা কার্যকর ও স্বাস্থ্যবিধি বজায় রাখার লক্ষ্যে লঞ্চগুলোকে ঘাট ছাড়তে বাধ্য করা হয়। তবে এর আগেই লঞ্চগুলোতে ঢাকাগামী যাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।বরিশাল নদী বন্দর সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ দুই মাস সাতদিন পর রোববার থেকে লঞ্চ চলাচল শুরু হয়। প্রথম দিনই সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়। প্রায় ৩০টির মতো লঞ্চ থাকলেও যাত্রী কম হওয়াতে ১৬টি লঞ্চ চলাচল করে। এরপর বিকেল ৩টায় বরিশাল থেকে গ্রীন লাইনের একটি নৌযান ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে রওনা দেয়। অপরদিকে রাতে এমভি সুন্দরবন-১১, অ্যাডভেঞ্চার-৯, সুরভী-৯ ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে রওনা দেয়।
You cannot copy content of this page