• শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,,,, নয়াদিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক,, বিএনপির প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির,,,, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম,,, রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’,,,,, শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,,

সুধারামে স্কুল মাষ্টারের সাথে নববধূর কল রেকর্ড ফাঁস, নববধূর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১৪ পঠিত
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সুধারাম পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম চরমটুয়ার শফিগঞ্জে স্কুল মাষ্টারের সাথে নববধূর কল রেকর্ড ফাঁসের ঘটনা জানা জানিতে নববধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত রোববার সকালে নববধূর মৃত্যুর জন্য চরিত্রহীন লম্পট স্কুল মাস্টার মনিরের বিচার চেয়ে মানবন্ধন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ ও নুরে মোহাম্মদীয়া যুব সমাজ ফাউন্ডেশন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওঃ মতিউর রহমান শাকের, এন এইচ মোঃ রাজু, মোঃ লিটন হোসেন, মোঃ রুবেল হোসেন, মোঃ খুরশিদ আলম, মোঃ জাবেদ হোসেন, সাংবাদিক মোঃ হারুন, আনোয়ার উল্যাহ, মোঃ ফজলুর রহমান প্রমূখ।

স্থানীয় সুত্রে জানা যায়, আকলিমার পরিবার হতদরিদ্র হওয়ায় পশ্চিম চরমটুয়া রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির মাষ্টার আকলিমার পরিবারের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
আকলিমার পরিবারের অর্থনৈতিক দূর্বলতাকে কাজে লাগিয়ে চরিত্র হীন মনির মাষ্টার কিশোরী আকলিমা দিকে নজর পড়ে। লম্পট স্কুল শিক্ষক আকলিমা সাবালিকা হওয়ার পর থেকে প্রতিনিয়ত ভোগ করে আসছে । তার সুবিধার্থে আকলিমাকে তার প্রতিবেশী হাজী বাড়ির শাহজাহানের ছেলে আমির হোসেনের নিকট বিয়ে দেয় হীনমন্যতার স্বার্থে ।

মানববন্ধনে বক্তারা বলেন আকলিমার স্বামী আমির হোসেন পেশায় একজন ইট শ্রমিক। সে কুমিল্লার একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। মাষ্টারের সাথে আকলিমার পরকীয়ার সম্পর্ক জানাজানি হওয়ার পর আমির হোসেন বাড়ীতে এসে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সুকৌশলে স্ত্রীর ব্যবহৃত মুঠো ফোনে অটো কল রেকর্ড চালু করে ইট ভাটায় চলে যায়।
পরবর্তীতে আমির হোসেন বাড়িতে এসে কল রেকর্ড শুনে মাষ্টারের সাথে তার স্ত্রীর পরকীয়ার বিষয়টি নিশ্চিত হয়।

আকলিমার স্বামী আমির হোসেনের বিচারের দাবিতে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হালিম মেম্বারকে কল রেকর্ডের বিষয়ে অবগত করেন । হালিম মেম্বার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করলে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
বিষয়টি সইতে না পেরে নববধূ আকলিমা স্ট্রোক করে মারা যায় বলে।

বক্তারা আরো বলেন- আকলিমা গত ১৯জানুয়ারীতে মৃত্যু বরণ করেন। তার মরদেহ দাফন করার পূর্বে হালিম মেম্বার রহমানিয়া স্কুল কক্ষে উল্টো আমিরের বিরুদ্ধে সালিশী বৈঠকের ব্যবস্থা করেন। বৈঠকে আকলিমার মাকে ৪০ হাজার টাকা দেওয়ার জন্য তার স্বামী আমির হোসেনের পরিবারকে চাপ প্রয়োগ করে। এমতাবস্থায় পুলিশ এসে সালিশী বৈঠকের রায়কে পন্ড করে কালিমার মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টারের জন্য নিয়ে যায়।
শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর কিন্তু
মনির মাস্টার শিক্ষক হয়ে তার চরিত্র এমন জঘন্য হয়।জাতি এর কাছ থেকে কি শিখবে! আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এর কাছে কি নিরাপদ! আমরা চাই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

মনির আর আকলিমার মোবাইল কল রেকর্ড ফাঁস করার কারণে মনির মাস্টার আকলিমার স্বামী আমির হোসেন সহ তার মা আমেনা বেগম, মামা সেলিম ও তার বড়ো ভাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ