• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন  মোহাম্মদ সোলাইমান/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৭৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩


হাবিবুর রহমান, লক্ষীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মানবিক ব্যক্তিত্ব ও করোনাযোদ্ধা কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান।
রবিবার মাসিক কল্যান সভায় বিগত মাসে ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক বিক্রেতাদের আটক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিশেষ ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার জনাব মাহফুজ্জামান আশরাফ স্যার কমলনগর থানার অফিসার ইনচার্জ জনাব সোলাইমান এর হাতে শেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট সন্মাননা স্মারক সনদ ও বিশেষ পুরস্কার তুলে দেন।

জানা যায় ঢাকা চট্টগ্রাম বিভাগের সোলাইমান দীর্ঘদিন বিভিন্ন থানায় সুনামের সাথে নিজের কার্যক্রম চালিয়ে আসেন।
দেশ ও দেশের জন্য তার কর্মদক্ষতা, আন্তরিকতা এবং মানবিক গুনাবলির কারনে বিভিন্ন থানাতে বিশেষ পুরুস্কারে ভূষিত হয়েছেন।

এছাড়া (কোভিড ১৯) করোনা ভাইরাসের মতো ক্রান্তিকাল মুহুর্তে এর আগের থানার এ অফিসারের মানবিক কার্যক্রম হৃদয় কাঁড়ে উপজেলার সাধারণ মানুষের।

মেঘ-বৃষ্টি-রোদ উপেক্ষা করে করোনায় আক্রান্তসহ করোনার দূর্যোগে অসহায় মানুষদের পাশে খাবার নিয়ে ছুটে যেতেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু ও ছেলেধরা গুজব নিরসনে পথসভা ও ব্যপক প্রচারনায় নিরলস পরিশ্রম করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামীলীগের এক নেতা জানান, একজন ওসি হিসাবে মানবিক গুনাবলির কারনে পুরো পুলিশ প্রশাসনের মুখ উজ্জল করেছেন সোলাইমান।
কমলনগরে এ ধরনের অফিসার ইনর্চাজ অতীতে পাইনি-ভবিষ্যতেও পাবো কি না সন্দেহ আছে।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হওয়ার পর কমলনগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান জানান, আমি মহান রাব্বুল আলামীনের কাছে চিরকৃতজ্ঞ। আমার মায়ের দোয়া সবসময়ই আমার সাথে রয়েছে। আর কমলনগর উপজেলার মানুষ আমাকে যেভাবে সহযোগীতা করেছেন, তা চিরস্মরনীয় হয়ে থাকবে।
আমার পরিবার, স্ত্রী ও সন্তানের জন্য সবার দোয়া ভালোবাসা কামনা করছি। আর যাদের কারনে আমি ভালো কাজে উৎসাহ পাই, তারা আমার থানার সহকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ