এম জাফরান হারুন পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল পৌরসভার কাগজিরপুলস্থাহ আকিমুননেছা স’মিল ও সদর ইউনিয়নের বিলবিলাসস্থাহ বশির মোল্লা স’মিলে পরিবেশ অধিদপ্তরের অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার (৩১শে জানুয়ারি) বেলা এগারোটার দিকে পটুয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক কাজী সাইফুদ্দিন আহমদ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল-আমিন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল-আমিন প্রতিবেদককে বলেন, রাস্তার উপর গাছ রেখে গাড়ি চলাচলের সমস্যা সৃষ্টি করার দায়ে ও কাগজপত্র সঠিক না থাকায় আকিমুননেছা স’মিলের মালিককে ৫ হাজার টাকা এবং বশির মোল্লা স’মিলের মালিককে ১০ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়। আমাদের এ অভিযান চলমান রয়েছে।