একেএম কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ– নওগাঁর আত্রাইয়ের পার-পাঁচুপুর শিমুল কুচি মাঠে মাছ ধরতে গিয়ে ব্রজপাতে আব্দুর রাজ্জাক(৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আবদুর রাজ্জাক উপজেলার পার-পাঁচুপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন জানান, মঙ্গলাব সন্ধ্যার দিকে আব্দুর রাজ্জাক বাড়ির পার্শে শিমুলকুচি মাঠে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ করে ব্রজপাতের বিকট শব্দে আহত হয়ে পড়েন আব্দুর রাজ্জাক।পরে স্থানীয় রা বিষয়টি জানতে পেরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করেন বলে জানা যায়।