• শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,,,, নয়াদিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক,, বিএনপির প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির,,,, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম,,, রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’,,,,, শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,,

ঘোড়াঘাট স্বাস্থ্য বিভাগের বর্ষপর্তি উদযাপন শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসান হাবিব/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১২ পঠিত
আপডেট: বুধবার, ১ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দনি আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন ও পুরস্কার বিতারণী অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার (দুপুর ১ থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মদক্ষতা মূল্যায়নে ১২জনকে ক্রেস্ট ও ৪২ তম বিসিএস মেডিকেল অফিসারদের এক বছর পূর্তি উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগের শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ আহসান হাবিব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে ও ডাঃ রাবেয়া সাহিন আরা ও ডাঃ নূর-ই-আজমীর ঝিলিক এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী তাঁর বক্তৃতায় বলেন,কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনার পেশা কি!আমি প্রথমে বলি আমি একজন স্বাস্থ্য কর্মী।কেননা মানুষের কাছে সেবা পৌছে দিতে হলে আপনাকে আগে স্বাস্থ্য কর্মী হতে হবে।সব সময় মনে রাখতে হবে,পৃথিবীতে মানুষের সেবা করার সবচেয়ে ভালো পথ আপনি বেছে নিয়েছেন। তাই অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার দায়িত্বকে পেশা বা জীবিকা নয়, মিশন হিসেবে গ্রহণ করতে হবে।দিন ও রাতের হিসাব না করে চিকিৎসক হিসেবে রোগীর প্রয়োজনকে সর্বাত্মক ভাবে গুরুত্ব দিতে হবে।রোগীকে সাক্ষাৎ দেয়ার ক্ষেত্রে সময়ানুবর্তী হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফেউল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার,ডাঃ আসিব আহমেদ হাওলাদার, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহকারী পরিচালক,ডাঃ মোঃ মিনহাজুল কবির, রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার,ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবু হাসান , ওসি তদন্ত ইন্সপেক্টর জয়ন্ত কুমার সাহা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন,সদর ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভূট্ট,দিনাজপুর পল্লী বিদ্যুৎ-২ এর এজিএম সাইদূর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ার।এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক দিক ভিডিও,ছবি ও বিভিন্ন তথ্যের মাধ্যমে তুলে ধরেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মনির-উজ-জামান মুরাদ।
শেষে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ