কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।
পটুয়াখালীর কলাপাড়ায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২রা মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র হল রুমে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে আমার সংবাদ পত্রিকার
কলাপাড়া প্রতিনিধি মো.ওমর ফারুক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচ.আর মুক্তা, টিভি কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো. জসিম পারভেজ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আ. সালাম বিশ্বাস, কলাপাড়া
সাংবাদিক ক্লাবের সভাপতি নিল রতন কুন্ডু নিলয়, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস.এম আলমগীর হোসেন প্রমুখ। এছাড়া কলাপাড়া ও কুয়াকাটার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।