• রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

বাউফলে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় রক্তাক্ত জখম সহ আহত ১জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৫৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় রক্তাক্ত জখম সহ জসিম উদ্দিন হিরন নামে একজন আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে ইন্দ্রকুল গ্রামের আকন বাড়িতে। আহত জসিম উদ্দিন হিরন (৪৬), ওই গ্রামের বাসিন্দা মৃত লাল মোহাম্মদ আকনের পুত্র।

সরেজমিনে চিকিৎসাধীন জসিম উদ্দিন হিরন জানান, মাহবুল আকন ও আশিক আকন গং এলাকায় চুরি সহ বেপরোয়া সন্ত্রাসী ও মাদক কারবারি। বাড়ির মান রক্ষার্থে তাদের আমি মাঝেমধ্যে এসব কাজ করতে বাধা নিষেধ করিলে পূর্ব শত্রুতার সৃষ্টি হয়। ঘটনার দিন ফুফুদের জমিজমার বিষয় নিয়ে আমার বড় ভাইয়ের কাছে ২লক্ষ টাকা চাঁদা দাবি করে হুমকি ধামকি দিচ্ছে। এমন সময় বাধা বিপত্তি সৃষ্টি করলে হঠাৎ কওয়া নেই বলি নেই পরিবারের সবাই রাম দা, বাংলা দা ও লাঠিসোটা নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে আহত করে। বড় ভাই দৌড়ে ঘরে ভীতর চলে যায়। নাহয় তাকেও রক্তাক্ত করে ফেলতো। এদিকে থানা পুলিশ খবর পেয়ে বাড়ির লোকজন সহ স্থানীয়দের সহায়তায় আমাকে উদ্ধার করা হয়। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মাহবুল আকন বলেন, ওটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। বরং তারা আমাদের মারধর করেছে। তারা শালিস ব্যবস্থা মানেনা।

স্থানীয় ইউপি মেম্বার মোঃ শাহআলম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, থানা পুলিশ গিয়ে রক্তাক্ত জখম অবস্থায় জসিম উদ্দিন হিরনকে উদ্ধার করে এবং তার পরিবারকে উদ্ধার করে। তবে মাহবুব আকন গংরা খুব বেপরোয়া সন্ত্রাসী প্রকৃতি। তারা কোনো আইন কানুন মানেনা।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থালে পুলিশ পাঠিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ