মাহমুদুল্লাহ ঢাকাঃ রাজধানীর ধানমন্ডি এলাকার ছয়তলা বাড়ির মালিক শওকত হোসেনের মেজাজ সকাল থেকেই খারাপ। বাড়ির সবার সাথে কোনো কারণ ছাড়াই ঘরের এমাথা-ওমাথা পাঁয়তারা করছেন এবং ক্ষণে ক্ষণে স্ত্রী ও সন্তানদের ডেকে অহেতুক হইচই করে কথা বলছেন।
তার মেজাজ খারাপ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তিনি খবর পেয়েছেন করোনার সংক্রমণ ঠেকাতে ‘রেডজোন’ হিসেবে ইতোমধ্যে চিহ্নিত রাজধানী ঢাকা এলাকায় আগামীকাল ৭ জুন থেকে লকডাউন শুরু হচ্ছে।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শওকত হোসেন বলেন, দুই মাসেরও বেশি সময় ধরে ছয়তলা ভবনের পুরোটুকুই খালি পড়ে আছে। নিউমার্কেট ও আশপাশের বিভিন্ন মার্কেটের দোকানের স্বল্প আয়ের কর্মচারীরা তার বাড়ির ভাড়াটিয়া। দু’মাস আগে মার্চের তৃতীয় সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার পর মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় তার বাড়ি খালি হয়ে যায়।ভাড়াটিয়া সবাই গ্রামে ফিরে যায়। ফলে দু’মাস এক টাকাও ভাড়া পাননি তিনি একথা বলেন।
You cannot copy content of this page