• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

লালমোহনে গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণ অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন / ১৭৩ পঠিত
আপডেট: রবিবার, ১৮ জুন, ২০২৩

গ্রামীণ জনগণকে বৃক্ষ রোপণে উৎসাহিত করার জন্য গ্রামীণ ব্যাংক দেশব্যাপী বৃক্ষ রোপণ সপ্তাহ ও বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচির আয়োজন করে। চলতি বছর গ্রামীণ ব্যাংকের ২০ কোটি চারা লাগানোর অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক ও সবুজ বনায়নের জন্য ভোলা যোনের লালমোহন এরিয়াতে বিভিন্ন শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ১৮ জুন রবিবার সকালে পশ্চিম চরউমেদ লালমোহন শাখা ও ওসমানগঞ্জ চরফ্যাশন শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক ২৫নং সপ্তাহকে গাছের চারা লাগানোর বিশেষ সপ্তাহ ও ২০ জুনকে গাছের চারা লাগানোর বিশেষ দিন বা বৃক্ষ রোপণ দিবস হিসেবে ঘোষণা করেছে। বৃক্ষ রোপণ সপ্তাহ সফল করার জন্য গ্রামীণ ব্যাংকের প্রতিটি যোন, এরিয়া ও শাখাতে নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম, কবির হোসন বলেন, সবুজ বনায়নে কাজ করছে গ্রামীণ ব্যাংক। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে ২০২৩ সালে সারাদেশে ২০ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সদস্যদের মাঝে চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ভোলা জেলায় ৫০ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। এরমধ্যে লালমোহন এরিয়াতে ৬ লক্ষ বৃক্ষের চারা বিতরণ করা হবে।
এসময় পশ্চিম চর উমেদ লালমোহন শাখার ম্যানেজার শংকর মজুমদার, সেকেন্ড ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, সম্মানিত অতিথি লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে’র ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ শাহে আলম, পশ্চিম চরউমেদ লালমোহন শাখার অফিসার মোয়াজ্জেম হোসেন, ওসমানগঞ্জ চরফ্যাশন শাখার ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন, সেকেন্ড ম্যানেজার অসীম চন্দ্র রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে গত ১১ জুন কালমা লালমোহন, শম্ভুপুর তজুমদ্দিন, ১২ জুন রমাগঞ্জ লালমোহন, ১৩ জুন চরভুতা লালমোহন, ধলীগৌর নগর লালমোহন, ১৪ জুন লালমোহন ও ফরাজগঞ্জ লালমোহন, ১৫ জুন বদরপুর লালমোহন ও দেউলা বোরহানউদ্দিন শাখায় গাছের চারা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ