
মোঃ জালাল হোসেন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা ডা. ইকরামুল বারী টিপু–র পক্ষে সোমবার মান্দা ফেরিঘাট এলাকায় অনুষ্ঠিত হয় ধানের শীষের লিফলেট বিতরণ ও গণমিছিল। স্থানীয় জনতার বিপুল অংশগ্রহণে ফেরিঘাট চত্বর রূপ নেয় উৎসবমুখর জনসমুদ্রে। সকাল থেকেই সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষ ঢলে পড়েন মিছিলের অগ্রভাগে।
গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, মান্দার বিশাল জনসমাগম প্রমাণ করে—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ভাষায়, মান্দার মানুষ আবারো পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।
মিছিল-পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাটি ও মানুষের নেতা ডা. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, “মান্দার উন্নয়ন, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যখাতে কার্যকর পরিবর্তন আনাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসাই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।”
তিনি আরও বলেন, নওগাঁ–৪ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত; সময় এসেছে গণমানুষের সিদ্ধান্তের প্রতিফলন ঘটানোর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের থানা সভাপতি মুকুল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিন, সমবায় দলের থানা সভাপতি মতিন মুরাদ, যুবদলের কর্মী মামুনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার,হাজার নেতা–কর্মী।
এসময় বক্তারা বলেন, মান্দার মানুষের দীর্ঘদিনের আস্থা ও প্রত্যাশার প্রতীক হিসেবে ধানের শীষ মাঠে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে। তারা আশা করেন—আগামী নির্বাচনে মান্দার জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ধানের শীষের পক্ষে রায় দেবে।
দিনব্যাপী কার্যক্রমে স্থানীয় জনতার অংশগ্রহণ, মিছিলের শৃঙ্খলাবদ্ধ অগ্রযাত্রা ও নেতাদের সংগঠিত উপস্থিতি নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।