• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,, নওগার মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ২৬ লাখ ডলার জব্দ, অবৈধ ফরেক্স চক্রের সহযোগী আটক,,, নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে হাতপাখার চাইতে দাড়িপাল্লা’ই বেশি জনপ্রিয়/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা। আল-হাইয়া বিজ্ঞান স্কুল(AHCS) পথ চলা শুরু/দৈনিক ক্রাইম বাংলা।

মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড,,,,

রিপোর্টার: / ৫৪ পঠিত
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধে রায়: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫ – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে মৃত্যুদণ্ড দিয়েছে।

একই মামলায়, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি রাজসাক্ষী (স্টেট উইটনেস) হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন, ৫ বছরের কারাদণ্ড পান।

রায়ের বিশদ:

রায় পাঠ শুরু হয় দুপুর ১২:৪০-এ, মোট ৪৫৩ পৃষ্ঠার সিদ্ধান্তে ।

বিচারক হিসেবে ছিলেন তিন সদস্যের প্যানেল; চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার, এছাড়া মো. মোহিতুল-হক এনাম চৌধুরী ও শফিউল আলম মাহমুদ।

মামলায় মোট ৫টি অভিযোগ (কাউন্ট) ছিল।

অভিযোগগুলোর মধ্যে ছিল ছাত্র প্রতিবাদ দমন, গুলি চালানো, হত্যাকাণ্ড, শারীরিক নৃশংসতা, এমনকি নির্দোষদের পুড়িয়ে মারা ও দেহ দাহ ইত্যাদি।

বিচারসভায় বলা হয়, হাসিনা “উচ্চ কমান্ডার বা নির্দেশদাতা” হিসেবে কাজ করেছেন এবং তিনি আন্দোলন দমনে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন।

আদালত নির্দেশ দিয়েছে, দোষী সাব্যস্ত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আন্দোলনকারীদের পরিবার বা ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণ করা যাবে।

প্রসংগ এবং প্রতিক্রিয়া:

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে একজন সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রথম রায়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেছিলেন, “তিনি যেহেতু এই অপরাধগুলোর প্রধান নির্দেশদাতা ছিলেন, তাই সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল।”

আদালত রায়ে আরো বলেছে যে, মামালাসহ আসামিদের বিরুদ্ধে প্রমাণ “পর্যাপ্ত ও জোরালো” ছিল।

নিরাপত্তা একে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে — রায়ের সময় ট্রাইব্যুনাল এলাকা কঠোর নিরাপত্তায় ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ