• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলগাছীতে ইউপি সদস্যের বিরুদ্ধে একতরফা ভাবে সালিশ করার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটা সৈকতে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় রাখাইনরা পালন করছে প্রবারনা পূর্ণিমা উৎসব/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে ইলিশ শিকার: তিন জেলেকে জরিমানা,,,,,দৈনিক ক্রাইম বাংলা পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন,,,,দৈনিক ক্রাইম বাংলা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার এমপি প্রার্থী বীথিকার/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ভোলায় বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।

পটুয়াখালীর কলাপাড়ায় সন্ধানী লাইফ ইন্সুইরেন্স এর গ্রাহকদের নিয়ে ব্যবসায়ীক উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ শাহাবুদ্দিন।। / ১২৪ পঠিত
আপডেট: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

মোঃ শাহাবুদ্দিন।।

পটুয়াখালীর কলাপাড়া থানার অন্তর্গত নীলগঞ্জ ইউনিয়নে সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড এর গ্রাহকদের নিয়ে বীমা দলিল হস্তান্তর, ব্যবসায়ীক উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২আগষ্ট মঙ্গলবার সকাল ১০ঃ০০ ঘটিকায় ৫নং নীলগঞ্জ ইউনিয়ন ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামের গ্রাহকদের নিয়ে ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শাহাবুদ্দিন এর আয়োজনে । ইন্সুরেন্স কোম্পানীর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতে এর জন্য আর্থিক সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে অর্ধশতাধিক লোক উপস্থিত ছিলেন ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর (এ্যসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট) জনাব জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য জনাবা মাহফুজা বেগম, সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর বরিশাল বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত (ডি জি এম) জনাব মোঃ ছগির হোসেন এবং স্থানীয় গন্যমান্য গন। উক্ত সভার সভাপতিত্ব করেন স্থানীয় পল্লী চিকিৎসক জনাব মঞ্জু ইসলাম।
সভায় বক্তারা জীবন বীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে ভবিষ্যতের জন্য সঞ্চয় করনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে জীবন বীমার গুরুত্ব এবং সঞ্চয়ের গুরুত্ব মানুষকে বোঝাতে তার বক্তব্যে বলেন ব্যাংক ও বীমা সরকারের আর্থিক প্রতিষ্ঠান। বীমা জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। প্রতিটা মানুষের জীবনে সঞ্চয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঞ্চয়ের মাধ্যমে মানুষের জীবনে আর্থিক অসাচ্ছলতাকে দূর করে অসহায় জীবনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে পারে। আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্মকে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করনের মাধ্যমে ভবিষ্যৎ জীবনে উজ্জ্বলতা সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বীমার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চালু করেছেন। কেননা ইন্সুরেন্স কোম্পানি সরকারের আর্থিক প্রতিষ্ঠান। ইন্সুরেন্স গ্রাহকের টাকা নিয়ে কোন ধরনের হয়রানি স্বীকার হতে না হয় সে জন্য সকল ইন্সুরেন্স কোম্পানিকে অনলাইন ডিজিটাল সেবা চালু বাধ্যতামূলক করা হয়েছে। বীমার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার লক্ষ্যে বীমা আইন সংশোধন করা হয়েছে। সরকার প্রতিবছর পহেলা মার্চ জাতীয় বীমা দিবস পালন বাধ্যতামূলক করেছে।সরকার এছাড়াও স্বাস্থ্য বীমা, বঙ্গবন্ধু শিক্ষা বীমা, প্রবাসী কল্যান বীমা চালু করেছে। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বীমার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে। উন্নত বিশ্বের প্রতিটা দেশে বীমা বাধ্যতামূলক রয়েছে। সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী সম্পর্কে গণমাধ্যম কর্মীগন জানতে চাইলে কোম্পানির এ্যসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব জাহাঙ্গীর কবির বলেন, বীমা এখন আগের অবস্থানে নেই। সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড সর্বোচ্চ বোনাস প্রদানকারী বিশ্বস্ত একটি আর্থিক প্রতিষ্ঠান। সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই আর্থিক প্রতিষ্ঠানটি অদ্য পর্যন্ত সুনাম ও বিশ্বস্ততার সাথে কাজ করে আসছে।এই কোম্পানিতে সম্পূর্ণ অনলাইন কার্যক্রম চলমান। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের সেবা নিশ্চিত করা হয়। গ্রাহক তার জমানো সঞ্চয়ের টাকা মোবাইল এ্যাপস এর মাধ্যমে পরিশোধ করে থাকে। গ্রাহক তার কিস্তি টাকা তার নিজের মোবাইল থেকে নগদ ও বিকাশ এবং ব্যাংক এশিয়ার মাধ্যমে পরিশোধ করতে পারবে। এতে গ্রাহকের কোন হয়রানির সম্ভাবনা নেই। তার কিস্তি টাকা জমা হওয়ার সাথে সাথে গ্রাহকের ব্যবহারিত মোবাইলে এসএমএস চলে যাবে। এবং অনলাইন রিসিভ কপি গ্রাহককে দেয়া হয়ে থাকে। দ্রুত মৃত্যু দাবি ও ম্যাচুরিটি পরিশোধ করা হয়ে থাকে। আমাদের কোম্পানি সম্পূর্ণভাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিধি মোতাবেক পরিচালিত হচ্ছে। নিজেদের জীবনকে ভবিষ্যৎ এ সমৃদ্ধ জীবন হিসেবে গড়ে তুলতে উপস্থিত সকলকে তিনি সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডে তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করার আহবান জানান। আলোচনা শেষে গ্রাহকদের মাঝে বীমা দলিল হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ