মোঃ আল মামুন।।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নওগাঁ পৌর শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন -২০২৩ইং অনুষ্ঠিত হয়। গতকাল ৮সেপ্টেম্বর (শুক্রবার) কেডি’র মোড়স্থ দলীয় কার্যালয়ে জনাব এস,এম রাসিদুল ইসলাম সাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু,আহব্বায়ক জেলা বিএনপি নওগাঁ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ মামুনুর রহমান রিপন, যুগ্ম আহব্বায়ক ও সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি নওগাঁ। প্রধান বক্তা তার বক্তব্যে গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে, তাহার নিঃশর্ত মুক্তি ও সু- চিকিৎসার দাবী জানান। এবং আগামীদিনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানিয়ে বৃষ্টিতে ভিজে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সকলা নেতা-কর্মীদেরকে ধন্যবাদ জানান।