• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি,,,, রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা,,, শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশতাধিক শিক্ষক,,,, মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু,,,, বৈষম্য বিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলের অঙ্গীকার চাইলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান,, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম,,, সরকারের আহ্বানে সাড়া দেবে বিএনপি, কোনো দলের ডাকে নয়: সালাহউদ্দিন আহমদ,,, পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,, সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,, ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু,,,

শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশতাধিক শিক্ষক,,,,

রিপোর্টার: / ১৩ পঠিত
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশতাধিক শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্তির দাবিতে পূর্বঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন নন-এমপিও শিক্ষকরা। রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারে ছত্রভঙ্গ করা হয় আন্দোলনরত শিক্ষকদের। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্দোলনকারীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করছেন। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাঁদের। তাই এক দফা দাবিতে তাঁরা সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানাচ্ছেন।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সেলিম মিয়া বলেন,

> “সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে কোনো উসকানি ছাড়াই পুলিশ আমাদের ওপর চড়াও হয়। লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেডের আঘাতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন।”

 

তিনি আরও বলেন,

> “এমন হামলার তীব্র নিন্দা জানাই। এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।”

 

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ঘটনাটির ভিন্ন বর্ণনা এসেছে। শাহবাগ থানার পরিদর্শক (প্যাট্রল) বুলবুল আহমেদ বলেন,

> “নন-এমপিও শিক্ষকরা দুপুরে সচিবালয়ের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তাঁদের নেতারা শান্তিপূর্ণ কর্মসূচির আশ্বাস দিলেও সাধারণ শিক্ষকরা পুলিশের নির্দেশ উপেক্ষা করেন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার ও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।”

 

তিনি লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান,

> “জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আহত চার শিক্ষককে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।”

 

আহতদের মধ্যে রয়েছেন— আসাদুজ্জামান (৪৭), ইকবাল হাসান (৪০), মোস্তাকিম (৪৫) ও বাবু (৩৬)।

প্রসঙ্গত, টানা ১৮ দিন ধরে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষকরা। তাঁদের এক দফা দাবি— সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ