মনির হাওলাদার।।
পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ সুমন হাওলাদার (৩৩) শাকিব হাওলাদার (৩১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার সদর ইউপির ৪নং ওয়ার্ড বিপিনপুর মহিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপরে মাদক ক্রয়-বিক্রয় কালে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খাঁন’র নির্দেশে এসআই হানিফ ফরাজির নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামী দুজনেই উপজেলার টিয়াখালি ইউপির বাদুরতলী গ্রামের বাসিন্দা
পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ জনাব ফেরদৌস আলম খাঁন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদক কারবারিদের কোনো ছাড় নয়,মাদকের সাথে কোনো আপোষ নয়। মহিপুর থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে, মহিপুর থানা পুলিশ সর্বদাই কঠোর অবস্থানে রয়েছে।