লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় দুইশত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের সভাপতি মো. নাইমুল হাসান শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাকিব হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাওয়াল গ্রুপের চেয়ারম্যান ফারজানা চৌধুরী রত্না, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম প্রমুখ।