কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান এমপিকে নিয়ে ফেসবুকে মান ক্ষুন্নকর পোষ্ট দেয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারিকুল ইসলাম খান, বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. ফোরকান প্যাদা, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শান্তি, যুবলীগের সহ সভাপতি আবদুল হক মৃধা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হালিম হাওলাদার, সৌরভ বিশ্বাস সহ কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় যুবলীগের সহ সভাপতি আবদুল হক মৃধা তার বক্তব্যে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।