কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ০১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ জুলাই বিকেলে বাসন্তি মন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা.হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র বাবু বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ফিরোজ সিকদার। এ সময় বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক গাজী হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা রহমান সিকদার, শাহালম খান,ইউপি সদস্য সোবাহান বিশ্বাস, আজিজ ফরাজি, জুলহাস মোল্লা ও উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি রুবেল গাজী প্রমুখ। ত্রিবার্ষিক সম্মেলনে শাহালম খানকে সভাপতি ও লালচান বিশ্বাসকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।