• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মহিপুরে দুই শিক্ষার্থী বহিস্কার/দৈনিক ক্রাইম বাংলা।। আরাফাত জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় একাধিক নারীর মৃত্যু,অর্থের বিমিময়ে ধামাচাপা অভিযোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় ৬ হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ আর্থিক সহায়তা বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দেশীয় কাগজশিল্পের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে,,,,,,দৈনিক ক্রাইম বাংলা সার্কের স্থবিরতায় চীন-পাকিস্তানের নতুন জোট পরিকল্পনা, আলোচনায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচিত সরকারের সঙ্গে দ্রুত কাজ করতে চায় চীন: মির্জা ফখরুল,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার কাল,,,,,দৈনিক ক্রাইম বাংলা এনবিআরে সব চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা—গ্রেজেট প্রকাশ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যত প্রজন্মের জন্যে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে : পলক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১১১ পঠিত
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪


নাটোর, ২ আগস্ট, ২০২৪ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যত প্রজন্মের জন্যে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার বিকেলে জেলার সিংড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ সভায় সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাদের এদেশীয় দোসরদের সাথে নিয়ে দেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করতে চায়। এজন্যে তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পরিস্থিতিকে অশান্ত করে তুলেছে। এই অশুভ শক্তিই অতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালায়, প্রধানমন্ত্রীকে ২১ বার হত্যা চেষ্টা করে, ২১ বছর ধরে তারা দেশকে সন্ত্রাস আর দূর্নীতির অভয়াশ্রমে পরিণত করে। বাংলা ভাই সৃষ্টি করে এই এলাকায় মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যা করে, গাছে ঝুলিয়ে রাখে। হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা, আগুন সন্ত্রাস-এসব পুরনো ধারায় বর্তমানে সারাদেশে তান্ডব চালানো হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে এসব সন্ত্রাসী কর্মকান্ডের সম্পর্ক নেই। আমাদের শিক্ষক, অভিভাবকবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। তাদের চোখের ভাষা বুঝতে হবে, মনের কথা শুনতে হবে, ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তাদের প্রতি কঠোর নয়, সংবেদনশীল হতে হবে।
পলক বলেন, বিএনপি, জামায়াতের অশুভ শক্তি বিদেশী ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে এদেশে আফগানিস্তানের হামিদ কারজাই এর মত তাবেদার সরকার গঠন করতে চায়। সবাইকে সাথে নিয়ে সাধারণ জনগণের সাথে সরকারে দূরত্ব তৈরীর এই চক্রান্ত রুখে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্যে অপরিহার্য। বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত নিরাপদ সোনার বাংলা প্রতিষ্ঠা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। তাই প্রধানমন্ত্রীকে নিরাপদ রাখতে হবে, বাংলাদেশকে নিরাপদ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ