নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি।।
ভোলা-৩ আসনের ছয়বারের নির্বাচিত সাবেক এমপি ও মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ৪ সেপ্টেম্বর বুধবার লঞ্চ যোগে লালমোহন এসে পৌঁছবেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে রওনা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক ঝান্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক সোহেল আজীজ শাহীন, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান আজাদ ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শহিদ হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংগঠনিক সফরে নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে ভোলা-৩ আসনের উন্নয়নের রূপকার সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমকে ফুলেল শুভেচছা জানান লালমোহন উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিজ নির্বাচনী এলাকায় এসে তিনি নেতাকর্মীদের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম-এর লালমোহনে আগমনকে ঘিরে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।