• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্য বিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলের অঙ্গীকার চাইলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান,, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম,,, সরকারের আহ্বানে সাড়া দেবে বিএনপি, কোনো দলের ডাকে নয়: সালাহউদ্দিন আহমদ,,, পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,, সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি,,, ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু,,, প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার,,,, সারাদেশে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা,,, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের,,, দুদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,,,

৫ আগষ্টের পর বোরহানউদ্দিনে আওয়ামীলীগের একটি বাড়ীতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেনি – সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২০ পঠিত
আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বোরহান উদ্দিন (ভোলা) প্রতিনিধি ।।

আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল। ৫ আগষ্ট পর্যন্ত এদেশে আওয়ামীলীগ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে হত্যা লুঠ, গুম, চাদাবাজী, মানুষকে জিম্মি করে রেখেছে। এ দেশে আওয়ামীলীগকে রাজনীতি করতে হলে পরিশুদ্ধ হয়ে জাতীর কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপি সন্ত্রাসী দল নয়। তার প্রমান ৫ আগস্টের পর বোরহানউদ্দিন- দৌলতখানে আওয়ামীলীগের একটি বাড়ীতে হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে সোমবার দুপুরে দলীয় কার্যালয়ের মাঠে প্রতিনিধি সভায় প্রধান অতিথী হিসেবে ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এ কথা বলেন। তিনি আর ও বলেন জামায়েত ইসলাম বর্তমানে বিএনপির বিষেদাগার করছে। তারা ক্ষমতায় যেতে আওয়ামীলীগের সন্ত্রাসীদের নিয়ে মরিয়া হয়ে উঠছে।তিনি দলীয় নেতাকর্মীদের সর্তক থাকার আহব্বান জানান। উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সরোয়ার আলম খান স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম খানের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসান হাওলাদার, শহিদুল আলম নাছিম, হুমায়ন কবির সেলিম,নেছারউদ্দিন বাহার , উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আজম, উপজেলা যুবদলের আহবায়ক সিহাবউদ্দিন হাওলাদার, কৃষক দলের সাধারন সম্পাদক ইদ্রিস মিয়া,শ্রমিক দলের সাধারন সম্পাদক জামাল পঞ্চায়েত, মহিলা দলের সাধারন সম্পাদক ইসরাত জাহান বনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসিফ আলতাফ রুবেল, মৎসজীবি দলের আহবায়ক ফরিদ নক্তি, ছাত্রদলের সদস্য সচিব তানজিল হাওলাদার প্রমূখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ