মোশাররফ হোসাইন রাজু।।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কাকরাইল সেমিনার হল আইডিইবি মিলনায়তনে ৫৪ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন ও আলোচনা সভা এবং গুণীজন সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন প্রশিক্ষণ ও হিট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ যুগান্তর পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু,বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান লায়ন এম এস শিবলী।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছেন সেই স্বপ্ন এখনও আমরা পূরণ করতে পারিনি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সঠিক পরিকল্পনা ও দেশ গঠনে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা না থাকার কারণে স্বাধীনতার সুফল ঘরে ঘরে আজো পৌঁছানো সম্ভব হয়নি। স্বাধীনতার সুফল পেতে হলে আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ইমেজের দেশ প্রেমিক নাগরিকদের রাজনৈতিক মঞ্চে নেতৃত্বের জন্য এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল হোসেন রবি বলেন,সৎ যোগ্য সাহসী খোদা ভীরু নাগরিকদের দিয়ে নেতৃত্ব তৈরি করে এবং সঠিক পরিকল্পনা নিয়ে যুবসমাজকে এগিয়ে আসতে হবে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য।
মানবাধিকার ও সমাজসেবায় অবদানের জন্য ৫৪ তম মহান স্বাধীনতা দিবস সম্মাননা পুরস্কার অর্জন করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজসেবক আয়েশার টুলস এন্ড ট্রাভেলস এর প্রোপাইটর হাজী মোঃ আলিম হোসেন। সমাপনী পর্বে কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।