• সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্স অ্যাম্বুলেন্স চালকের যতো অনিয়ম, এখন অবহেলায় রোগীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বরগুনা জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা নজরুল ইসলাম মোল্লা আহবায়ক হুমায়ুন হাসান শাহীন সদস্য সচিব নির্বাচিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় ‘অপারেশন ডেভিল হান্ট’: ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। ‘আমার ছেলেরা এটা দিয়ে দুই পয়সা রোজগার করে, তুই কেন ডিও ছাড়াইলি?/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু!/দৈনিক ক্রাইম বাংলা।। মুক্তিযোদ্ধার পক্ষের দল বিএনপি – হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে মামলা করে বিপাকে পড়েছেন মামলার বাদী শামসুন নাহার/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে অপ্র-প্রচারের প্রতিবাদে বিএনপির নেতার সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

চার বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৮৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক ক্রাইম বাংলাঃকক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় চার বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।

শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচএম সারতাজ বিন সোহরাব ঘটনাটি নিশ্চিত করে জানান, “সকালে মো. হাসানসহ চার জেলে ট্রলার নিয়ে নাফ নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি স্পিডবোটে আসা সশস্ত্র ব্যক্তিরা তাদের ট্রলার ঘিরে ফেলে এবং জেলেদের সঙ্গে ট্রলারটি মিয়ানমার অভ্যন্তরে নিয়ে যায়।” তিনি আরও বলেন, স্থানীয়রা ঘটনাটি কোস্টগার্ডকে জানানোর পর বিষয়টি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে তৎপরতা চলছে এবং নাফ নদীতে নজরদারি বাড়ানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “জেলেদের অপহরণের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে। বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনী অপহৃতদের উদ্ধারে কাজ করছে।” তিনি আরও উল্লেখ করেন, মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে সীমান্তের ওপারের বেশ কিছু এলাকা আরাকান আর্মির দখলে রয়েছে। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির সদস্যরাই জেলেদের অপহরণ করেছে।

স্থানীয় নৌ-ঘাটের সভাপতি বশির আহমেদ বলেন, “মঙ্গলবার সকালে চার জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে আরাকান আর্মি তাদের আটক করে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং অপহৃতদের দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।”

এ ঘটনার পর বিজিবি ও কোস্টগার্ড নাফ নদী সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নাফ নদীতে মাছ ধরার সময় প্রায়ই বাংলাদেশি জেলেরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির মুখে পড়েন। তারা দ্রুত অপহৃত জেলেদের উদ্ধার এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ