• সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্স অ্যাম্বুলেন্স চালকের যতো অনিয়ম, এখন অবহেলায় রোগীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বরগুনা জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা নজরুল ইসলাম মোল্লা আহবায়ক হুমায়ুন হাসান শাহীন সদস্য সচিব নির্বাচিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় ‘অপারেশন ডেভিল হান্ট’: ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। ‘আমার ছেলেরা এটা দিয়ে দুই পয়সা রোজগার করে, তুই কেন ডিও ছাড়াইলি?/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু!/দৈনিক ক্রাইম বাংলা।। মুক্তিযোদ্ধার পক্ষের দল বিএনপি – হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে মামলা করে বিপাকে পড়েছেন মামলার বাদী শামসুন নাহার/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে অপ্র-প্রচারের প্রতিবাদে বিএনপির নেতার সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

কটিয়াদীতে শীতকালীন কবিতা উৎসব,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক ক্রাইম বাংলাঃ কটিয়াদী সাহিত্য সংসদের আয়োজনে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কটিয়াদী সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কবিতা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক, গল্পকার, ছড়াকার ও বাংলাএকাডেমী পুরস্কারসহ দেশী ও আন্তর্জাতিক বহু পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কবি আবিদ আনোয়ার। কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো.গোলাম মুর্শেদ, করিমগঞ্জ কলেজের অব. অধ্যাপক কবি ও প্রাবন্ধিক শাজাহান সাজু। বক্তব্য রাখেন, দৃক আলোকচিত্র গ্রন্থাগারের আলোকচিত্র বিভাগ এবং ইমেজ আর্কাইভের প্রাক্তন প্রধান মইন উদ্দিন বুলু, কবি আমিনুল ইসলাম সেলিম, কবি গোলাপ আমিন প্রমুখ। দ্বিতীয় পর্বে সংগঠনের সহ সভাপতি কবি হারুন অর রশিদের সভাপতিত্বে এবং রাজীব সরকার পলাশ ও জিসান আজাদ এর সঞ্চালনায় কবি আবিদ আনোয়ার এর কবিতা থেকে আবৃত্তি করেন, শিশু বাচিক শিল্পী অদ্রিকা সরকার, ইচ্ছে রহমান, নাবহান মোহাম্মদ খান। অন্যান্যের মধ্যে আবিদ আনোয়ার এর কবিতা আবৃত্তি করেন, পিযুষ কান্তি সরকার, বাছিরুল আমিন, রফিকুল হায়দার টিটু, রাজীব সরকার পলাশ, নাদিম ইবনে নাছির খান, স্বরচিত কবিতা আবৃত্তি করেন, ফরিদুজ্জামান পলাশ, আসাদুজ্জামান, বেলাল আহমদ, জাহাঙ্গীর হোসেন, প্রিয়ন্তিকা পুষ্প, সাদেকুল ইসলাম, মহিবুল ইসলাম, মীর জাহান ভূইয়া। আবিদ আনোয়ার এর লেখা দুটি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী বাসনা রায় বৃষ্টি।

আবিদ আনোয়ার তার বক্তব্যে স্মৃতিচারণ করে বলেন, অষ্টম শ্রেণিতে অধ্যয়নের সময় তিনি প্রথম কবিতা লেখেন। যা স্কাউটস সাময়িকি অগ্রদূতে ছাপা হয়। ১৯৯৮ সালে ২০ মার্চ দৈনিক মানবজমিন পত্রিকায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার  সাক্ষাৎকারে ‘কিছুদিন আগে সুনীলের টেবিলে আমি আবিদ আনোয়ার এর বই পড়লাম। পড়ে খুবই মুগ্ধ হলাম।’  বিষয়টি তুলে ধরে আলোকপাত করেন। তাছাড়া লেখক জীবনে আপন কাব্যিক ভূবণ সৃষ্টির অভিজ্ঞতা বর্ণনার আলোকে তিনি নবীন লেখকদের উৎসাহিত করেন। তাঁর জন্মভূমি কটিয়াদীতে অনুষ্ঠিত কবিতা উৎসবে উপস্থিত হতে পেরে তিনি খুবই আনন্দিত, আপ্লুত ও অভিভূত। এ প্রেক্ষিতে তিনি বলেন, আমি জীবনে অনেক অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মানিত হয়েছি। কিন্তু নিজ এলাকায় কবিতা উৎসবে উপস্থিত হয়ে সবচেয়ে বেশী আনন্দিত হয়েছি। অনুষ্ঠানে তাঁর সহধর্মীনি ও স্বজনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ