• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

গলাচিপায় সেই চাচার হাতে খুন হওয়া মামলায় খুনি ৪ জন গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪৭ পঠিত
আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫


এম জাফরান হারুন::

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা শামীম (৩০) হত্যার ঘটনায় এজাহারভুক্ত চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন, কুদ্দুস সিকদার (৫৫), তার স্ত্রী রেহেনা বেগম (৪৮), পুত্র এনামুল সিকদার (২৩) ও মেয়ে সুখী বেগম (২৫)।

পটুয়াখালী র‍্যাব- ৮ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর তথ্য অনুসারে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামে অভিযান চালানো হয়। এসময় ফজলু সরদারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১২। পরে তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়। রবিবার সকালে তাদের পটুয়াখালীর গলাচিপায় নিয়ে আসা হয়।

জানা গেছে, চলতি মাসের গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গলাচিপা উপজেলার গ্রামর্দন গ্রামে চাচা কুদ্দুস সিকদার বিরোধীয় জমিতে বসতঘর তুলতে গেলে ভাতিজা শামীম সিকদারসহ কয়েকজন বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং তিনজন গুরুতর আহত হন। পরে শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার (১৫ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এঘটনায় নিহতের মা করফুল নেছা বাদী হয়ে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া চারজনই ওই মামলার এজাহারভুক্ত আসামি।

এবিষয়ে সহকারী পুলিশ সুপার গলাচিপা সার্কেল মো. সৈয়দউজ্জামান বলেন, শামীম হত্যার ঘটনায় গলাচিপা থানায় মামলা হলে প্রযুক্তি ও র‍্যাবের সহায়তায় আসামিদের পাবনা থেকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ