• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরের সংঘর্ষে আহত বৃদ্ধের অবশেষে মৃত্যু/দৈনিক ক্রাইম।

রিপোর্টার: / ১৮৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরের সংঘর্ষের ঘটনায় আহত সেই শাহ আলম রাঢ়ী (৫৭) এর অবশেষে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র জানায়, গত চলতি বছরের ২১ মার্চ সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শাহ আলম রাঢ়ীর সঙ্গে তার প্রতিবেশী গোবিন্দ, বিধান, রাজু ও হৃদয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন শাহ আলম রাঢ়ী। এছাড়াও আরও কয়েকজন আহত হন। মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাৎক্ষণিকভাবে তাঁকে বরিশাল ও পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

এ ঘটনায় গত ২৩ মার্চ বাউফল থানায় মারামারির মামলা হয়। মামলার ৩জন আসামিকে কয়েকদিন আগে গ্রেফতারও করা হয়েছিল।

বাউফল উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আব্দুর রউফ বলেন, ব্রেইনে আঘাতের ফলে রোগীর নিউমোনিয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্য হয়। তার মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

এবিষয়ে বাউফল থানার নবাগত ওসি মোঃ আকতার হোসেন বলেন, এপর্যন্ত ৩জন আসামি কে গ্রেফতার করা হয়েছিল। আর লাশ পোস্টমর্টেম করার জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ