বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতি কর্তৃক বাস মিনিবাসে ভাড়া নির্ধারন করা হয়। গত ৮মে ২০২৫ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ভাড়া পূর্ন নির্ধারণ করেন। এতে করে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে। একজন যাত্রী আক্ষেপ করে বলেন বিগত ১৬ বছর বাস মালিক সমিতি জনগণকে জিম্মি করে ব্যবসা করেছে। বর্তমান বাস মালিক সমিতির পরিচালনা পর্ষদ কে অভিনন্দন। তারা যথার্থ সিদ্ধান্ত নিয়েছে। মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মাধ্যমে জানতে পাই ১০মে থেকে ভোলা থেকে চরফ্যাশন বাস ভাড়া ১৮০টাকা বিপরীত ১৫০টাকা নির্ধারন করেছে।ভোলা থেকে লালমোহন বাস ভাড়া ১২০টাকার বিপরীত ১০০টাকা নির্ধারণ করেছেন, ভোলা থেকে বোরাহানউদ্দিন বাস ভাড়া ৬০টাকা বিপরীত ৫০টাকা নির্ধারণ করেছেন।ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা বলেন- অবৈধ সিএনজি, অটোরিক্সার কারণে বাস মালিক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি যাত্রীদের সেবার মান বৃদ্ধি করে মালিক সমিতির সাংগঠনিক ও কার্যকরী ভূমিকা পালন করবে। এছাড়া নির্ধারিত ভাড়া বাইরে অতিরিক্ত ভাড়া কোন গাড়ি আদায় করলে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।