• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

হজ্জ করানোর নামে মোটা অংকের টাকা নিয়ে প্রতারনা করতেন ফরিদ সিকদার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫


এম জাফরান হারুন::

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের বাসিন্দা ফরিদ সিকদার প্রতারণার একাধিক মামলায় অভিযুক্ত হয়ে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

তবে গ্রেফতারের সময় নেতৃত্বে ছিলেন বাউফল থানার এসআই মো. মাসুদ খলিফা। বুধবার (১৪ মে-২৫) রাতে তাকে ডেমরা থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বাউফল থানার মামলা নং: ৪/৭/২৪, যার আওতায় তাকে দণ্ডবিধির ৪২০ এবং ৪০৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে। সিআর মামলা: ৩৪০/২৪ এবং ১২৪৪/২২ নং মামলায় এনআই অ্যাক্টের ধারা (১) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। এছাড়াও সিআর মামলা নং ৬৫৯/২৪ রয়েছে।

ফরিদ সিকদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে প্রতারণার মাধ্যমে মোট ৭ লাখ ৩৪ হাজার ৭২০ টাকা আদায় করেন। বাদী আবদুল মালেক আনোয়ারী, পিতা আনোয়ার হোসেন, সাং কৌখালী, ইউনিয়ন- বগা, বাউফল – তিনি সহ আরও তিনজন ভুক্তভোগীর কাছ থেকে এই টাকা নেয়া হয়।

এছাড়াও মির্জাগঞ্জ, ঢাকা (বিশেষ করে ডেমরা এলাকা) ও অন্যান্য স্থানেও ফরিদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযোগকারীদের দাবি, ফরিদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়ে হজ্জ করতে যেতে পারেননি। তারা আশা করছেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

ভুক্তভোগীরা বলেন, মনে বড় আশা ছিল নবীজির রওজা জিয়ারত করব। কিন্তু এই ফরিদ আমাদের সাথে প্রতারণা করেছেন যার কারণে আমরা হজ্বে যেতে পারি নাই। আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এবিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ