• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসির প্রস্তুতি সম্পন্ন, ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন,,, বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের টার্নিং পয়েন্ট: ফখরুল,,, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই: প্রেস সচিব,,, পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে প্রভাব নেই,, গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে,,, শুক্রবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত দুই বাংলাদেশি তরুণ,, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল,,, সহিংসতার স্থান নেই রাজনীতিতে”— অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া,,

জেলা বিএনপির নতুন নেতৃত্বের বাউফলে অভিষেক, হাজারো নেতাকর্মীর সংবর্ধনা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান টোটনকে বাউফল উপজেলার নেতাকর্মীদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানকে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সোমবার (৭ জুলাই) বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জব্বার মৃধার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান খোকন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশের সঞ্চালনায় কুরআন তেলোয়াত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন। তিনি বলেন, ‘নতুন নেতৃত্বকে কেন্দ্র করে বাউফল উপজেলায় সবাইকে সাথে নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে চাই’।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শ্রী স্নেহাংশু সরকার কুট্টি। তিনি বলেন, ‘প্রতিটি উপজেলায়  সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে’ বলে জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন। তিনি বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে নতুন নেতৃত্ব গঠনে মনোনিবেশ করা হবে। যারা প্রকৃত ত্যাগী ও জনপ্রিয় রয়েছে তাদেরকেই দলে স্থান দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইন্জিনিয়ার শোয়েব আহমেদ হাবলু, আনিচুর রহমান আনিচ সহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা জেলার সংগঠনকে নতুন করে সাজাবেন বলে আমরা বিশ্বাস করি’। এবং বাউফলে যাতে কোনো কোন্দল না থাকে ও একসাথে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখবেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ