• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে প্রভাব নেই,, গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে,,, শুক্রবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত দুই বাংলাদেশি তরুণ,, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল,,, সহিংসতার স্থান নেই রাজনীতিতে”— অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া,, রাজনৈতিক অনিশ্চয়তা ও বিভ্রান্তিকর বার্তায় পোশাক খাতে অর্ডার সংকট,, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে পর্যটন স্পটে শিশু নিখোঁজের ঘটনা নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও বাড়বে: সেনাসদর

কলাপাড়ায় আবারো অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২৮ পঠিত
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম জানান, রাতে স্ত্রী আকলিমা বেগম, দাদি লালভানু এবং নানি মো. সানাউল্লাহ সহ সকলে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম না ভাঙায় পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করেন এবং দরজা ভাঙার চেষ্টা করেন। এক পর্যায়ে শহিদুল ইসলাম জেগে উঠেন এবং শরীরে প্রচন্ড অস্বস্তি অনুভব করেন।
তিনি আরও জানান, ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। দুবর্ৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে জানালার ফাঁক দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। এরপর ঘরের আলমারিতে রাখা গরু কেনার জন্য জমা রাখা নগদ দুই লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ