• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

চাটখিলে মাদকমুক্ত আদর্শ গ্রাম গড়ে তুলতে মতবিনিময়/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১০৪ পঠিত
আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

মাদককে না বলুন আদর্শ সমাজ গড়ুন এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নোয়াখালীর চাটখিল উপজেলায় বদলকোট ইউনিয়ন মেঘা গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম গড়ে তুলতে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৯আগষ্ট) সকালে অত্র ইউনিয়নের মেঘা কাসেমুল উলুম মাদ্রাসায় মাঠে মেঘা গ্রামের সর্বস্তরের মানুষের আয়োজনে মাদকমুক্ত সমাজ গড়তে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে ও মেঘা ওয়ার্ডের ইউপি মেম্বার গাজি মাহবুবুর রহমান রুবেল-সালেহ আহমেদ বিপ্লবের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেরিটেজ রিয়েল এস্টেট লিমিটেড এর চেয়ারম্যান জাফর আহমেদ, চাটখিল সার্কেল সহকারী পুলিশ সুপার মনীষ দাশ , চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ।

আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, হানিফ সেক্রেটারি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সাইফুল ইসলাম মহিন, ধাঁনশালিক ইসলামী শিল্প গোষ্ঠী সাংস্কৃতিক সংগঠনের পরিচালক দিদারুল আলম, বিশিষ্ট সমাজ সেবক গাজি হুমায়ন কবির, ইসমাইল হোসেন পাটোয়ারী, আবু তৈয়ব, আব্দুর রহমান মাস্টার, আলমগীর কবির লিটন, কাজি শাহজাহান মাসুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, যে পরিবারের একজন মাদকাসক্ত ব্যক্তি আছেন তারা ছাড়া তাদের কষ্ট কেউ বুঝবে না। আমাদের যুব সমাজে মাদকের উপর আসক্তি বাড়ছে যা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ। একজন মাদক সেবী তার পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, সে তার নিজেকে ধ্বংস করে, তার পরিবারকে ধ্বংস করে এবং সমাজটাকেও ধ্বংস করে। মাদক নিয়ন্ত্রণে চাটখিল উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আপনারা মাদক সেবন বা ক্রয় বিক্রয় বিষয়ে জানালে সাথে সাথেই পুলিশ চলে আসবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতে এসে মাদক কারবারি কে সাথে সাথে সাজা প্রদান করবে।

বক্তারা আরো বলেন মেঘা গ্রামে মাদকদ্রব্য বেচা কেনা বৃদ্ধি পাওয়া, চুরি-চামারি, ইভটিজিং এবং নারী নির্যাতন সহ নানাবিধ অপরাধ প্রতিযোগিতার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে। যাহা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চরম ধ্বংসের কারণ হইতেছে। এ সকল অসামাজিক কাজ প্রতিরোধ করে একটি আদর্শ গ্রাম পরিণত করতে সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মেঘা গ্রামে রাত ১০টার পর আর কোন দোকানপাট খোলা রাখা যাবে না।
মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের কে মাদক না ছাড়া পর্যন্ত সামাজিক সকল প্রকার কার্যক্রম থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
আপনার আদরের সন্তান কোথায় কি করে সন্ধ্যার পরে বাড়ী আসলে তাদেরকে ব্যাপারে খোঁজখবর নিতে
বাবা মা প্রতি আহ্বান জানানো হয়েছে।
আজকের পর থেকে আমাদের সন্তানেরা হয় লেখাপড়া করবে না হয় কর্ম করবে আলস রাখা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ