মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহ সাংবাদিকদের বিরুদ্ধে ফেইসবুক প্রোফাইল এবং অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
সোমবার (২৫ আগষ্ট) সকাল১১টা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত
ভুক্তভোগী পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক মাকসুদ আলম।
তিনি বলেন,আমি উপজেলার ১ নং জয়াগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সফল মেম্বার হিসেবে দীর্ঘ প্রায় ১৫ বছর মানুষের সেবা করেছি। এলাকার আনন্দীপুর তালিমু’ল কোরআন মাদ্রাসা , আনন্দীপুর পশ্চিম পাড়া জামে মসজিদ , আনন্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা ও ক্যাপ্টেন (অব:) লুৎফুর রহমান স্মৃতি সংসদ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে। ছাত্র জীবন থেকে ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত। প্রায় ৩৪ বছর থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলীয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রেখে এলাকায় যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও সুনামের সহিত বর্নাঢ্য রাজনৈতিক জীবন অতিবাহিত করছেন। বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে ৭টা মামলায় এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বসত বাড়ি ভাংচুরের শিকার হয়েছি। কিন্তু সম্প্রতি কিছু কুচক্রী মহল আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে ঈর্ষান্বিত সামাজিক ভাবমুর্তি বিনষ্ট ও রাজনৈতিক অঙ্গনে হেয় প্রতিপন্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার এলাকার মাদক সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধী চক্র গোপনে একত্রিত হয়ে ২০১৪ সালে শেষের দিকে স্থানীয় আনন্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্ভোবোধনী
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি হিসেবে সাবেক এমপি এইচ এম ইব্রাহিম বিদ্যালয়ে আগমনে পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও সোনাইমুড়ী সাব রেজিস্ট্রি অফিস দলিল লিখক সমিতির সাংগঠনিক সম্পাদক থাকা কালে সমিতির ভবন অনুমোদন অনুষ্ঠানে এপিএস জাহাঙ্গীর আলমের সহিত একই ফ্রেমের ছবি দিয়ে বিভিন্ন সময়ে মাকসুদ আলমকে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।
সম্প্রতি আমার বিরুদ্ধে ফেইসবুক বিভিন্ন আইডি থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় ব্যবহার করে পোস্ট করছে। ফেসবুক আইডি, পেইজ গুলো হলো Abdul Malek, Rizbi Hridoy, Hasan Shaki, Hasan Sheikh, Abdullah al Mamun Rappy, Hanif Mia, Radi Muhammad, Sonaimuri News 24, News 24BD, Ibtisammemi, RS Nirgon Rifat, Didar Hossain, অন্ধকারের আলো, ওমর ফারুক, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, Ahmsd Mohmad Ahmad, Hossain Reza Chowdury Dagor, HK rubel, বাংলা ভিশন নিউজ ২৪, Kamal Hossin, আরএস নিরঞ্জন রিফাত, Md Yeasin Arapat সহ বিভিন্ন ফেসবুক, পেইজ থেকে আমাকে ও আয়ার মামা নূর নবী, জাফর আহমেদ, গোলাম ফারুকের বিরুদ্ধে কুরুচিপুর্ণ, মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য মুলক ভুয়া তথ্য সম্বলিত বিভিন্ন লিখনিতে শেয়ার পোষ্ট, লাইক কমেন্টসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানি ও সামাজিক সম্মানহানীর ঘটনা সংগঠিত করিয়াছে।
মাকসুদ আলম বলেন উপরে উল্লেখিত পেইজ-ফেসবুকের আইডি সনাক্ত করে দ্রুত সময়ে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে প্রতিকার ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিক মাকসুদ আলম নোয়াখালী পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছে।
সংবাদ সম্মেলনে জেলা-উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।