• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে,,, শুক্রবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত দুই বাংলাদেশি তরুণ,, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল,,, সহিংসতার স্থান নেই রাজনীতিতে”— অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া,, রাজনৈতিক অনিশ্চয়তা ও বিভ্রান্তিকর বার্তায় পোশাক খাতে অর্ডার সংকট,, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে পর্যটন স্পটে শিশু নিখোঁজের ঘটনা নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও বাড়বে: সেনাসদর চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ,,,,

বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৫৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ বিএনপির ১১০ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

গত ২১ আগস্ট পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় থেকে তাদের অব্যাহতি প্রদান করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান।

আজ রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. জিন্নাত বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিব আল আহসান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ জুলাই রাজধানীর রমনা থানাধীন সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির পূর্ব দক্ষিণ কোনে আসামিরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল বের করেন। এ সময় আসামিরা রাস্তায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা প্রদান করেন। ঘটনার দিনই রমনা থানার এসআই মোহসিন আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে কোনো সত্যতা না পেয়ে তাদের অব্যাহতির আবেদন করে চলতি বছরের ১৫ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার এসআই মামুনুর রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ