ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলের মধ্যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা নির্বাচনের বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম।’ তিনি ডাকসু নির্বাচনের কার্যক্রমকে ‘সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং উল্লেখ করেছেন, ‘৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’
উল্লেখ্য, এই নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে। রাত দেড়টার দিকে কেন্দ্রগুলোতে ফলাফল ঘোষণা শুরু হয়। প্রাথমিক ফলাফলে দেখা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জোটের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে আছেন। এই পরিস্থিতিতে উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচনের বর্জনের কথা জানান।