• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁর বদলগাছী আধায়পুর ইউনিয়নে হিন্দু বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও ১০ ভরি স্বর্ণালংকার লুট/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় হোটেলের ময়লা পানি ও টাংকির বর্জ্যে অতিষ্ট পর্যটকসহ এলাকাবাসী,,,দৈনিক ক্রাইম বাংলা মহিপুরে ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র সভা,,,,,দৈনিক ক্রাইম বাংলা হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

কুয়াকাটায় হোটেলের ময়লা পানি ও টাংকির বর্জ্যে অতিষ্ট পর্যটকসহ এলাকাবাসী,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন পশ্চিম দিকে হোটেল সি-ভিউয়ের কারণে এখন অস্বস্তি দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে। হোটেলটি গভীর রাতে টয়লেটের টাংকির বর্জ্য ও ময়লা পানি পাইপের মাধ্যমে সরাসরি সমুদ্রে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে আশপাশে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটকসহ স্থানীয়রা।
জানা গেছে, প্রতিদিন রাত আড়াইটার থেকে তিনটার মধ্যে হোটেলের পেছন দিক দিয়ে পাইপের মাধ্যমে এসব বর্জ্য সমুদ্রে ফেলা হয়। ময়লাগুলো টেউয়ের ধাক্কায় আবার বিচে উঠে আসে। সকালে সৈকত এলাকায় বাজে দুর্গন্ধে বিচে কোন পর্যটক নামতেই পারেনা। কাছের হোটেল ও বাসাবাড়িতে থাকাও কস্টসাধ্য হয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে হোটেলের সাবেক এক কর্মচারী জানান, প্রতিনিয়ত এভাবেই বর্জ্য ফেলা হয় এবং আমি যখন ওখানে চাকরি করেছি তখন স্থানীয়দের সাথে তাকে বহুবার ঝামেলায় পড়তে হয়েছে।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, প্রতিদিন গভীর রাতে সমুদ্রে হোটেলের বাথরুমের টাংকির বর্জ্য ফেলা হচ্ছে। ভোরে সৈকতে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। পর্যটকরাও সাগরে গোসল করতে নামতে পারেনা।
একই অভিযোগ করেছেন পর্যটক রুমা আক্তার তিনি বলেন, এত দূর থেকে কুয়াকাটা এসেছি, কিন্তু সৈকতে গিয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না। এভাবে ময়লা ফেলা হলে পর্যটকদের আসার আগ্রহ কমে যাবে।
হোটেল ম্যানেজার মো. সোলায়মান বলেন, টয়লেটের বর্জ্য নয়, আমরা প্রতিদিন রাত আড়াইটা থেকে তিনটার দিকে গোসলের পানি বিচের বালুতে ফেলি।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন সাদেক বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ