• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

সম্পত্তি দখল করতে না পেরে ধর্ষণ চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন বরিশালে।

রিপোর্টার: / ৩১১ পঠিত
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্স    : সম্পত্তি দখল করতে না পেরে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। আমাদের বাঁচান আমরা বাঁচতে চাই। ওরা আমাদের ঘর বাড়ী দখল করে নিয়েছে। যা বাকী আছে তাও দখলের চেষ্টা করছে। গতকাল (বৃহস্পতিবার ৫ নভেম্বর) শহীদ আবদুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ লিখিত অভিযোগ করেছেন বটতলা গোড়াচাঁদ দাস সড়কের অধিবাসী সাগুফতা ফাতেমা। তিনি বলেন, আমার পিতা শেখ শাহ আলম সাবু দুইটি বিবাহ করেন।

প্রথম পক্ষের স্ত্রী ঘরে অভিযুক্তকারী সাবিব্বর আলী শেখ আমার বড় সৎ ভাই। তিনি মাদকাসক্ত, সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এবং বিভিন্ন মামলার আসামীও আদালত পোড়া মামলার ৮নং আসামী। ২য় স্ত্রীর ঘরে ২ বোন ১ ভাই। মা বাবা বোনদের নিয়ে দীর্ঘ ৪০ বছর যাবৎ বটতলা গোড়াচাঁদ সড়কের নিজ বাসায় বসবাস করে আসছি। তাদের বাবা শেখ শাহ আলম সাবু ২০১৯ সনের ১৩ এপ্রিল মৃত্যুবরণ করেন।

তাদের বাবা মৃত্যুবরন করার পর আমাদের পিত্রালয় বটতলার বাসা থেকে উচ্ছেদ করার জন্য মেতে ওঠেছে সৎ সাব্বির। ২০২০ সনের ১০ জুন মাদক সেবন করে সাব্বির, সুমন প্যাদা, পিংকু আমাদের পৈত্রিক বাসায় ঢুকে আমাদের কে বাসা থেকে উৎখাত করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। এ ব্যাপারে ফাতেমার মা বাবলী আলম কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এমনকি ২০২০ সনের ১৭ আগস্ট পুনরায় আমাদের বাড়ীতে হামলা চালায়। ২০২০ সনের ১৭ আগস্ট পুনরায় আমাদের বাড়ীতে হামলা চালায়। ২০২০ সনের ২৮ অক্টোবর আরেকটি সাধারণ ডায়েরী করে কোতয়ালী থানায় যার নম্বর ১৫৪৮ তারিখ ২৮ অক্টোবর ২০২০।
আদালতে ভাগ বণ্টনে মামলা থাকা সত্ত্বেও উক্ত অভিযুক্ত আইনের তোয়াক্কা না করে ২০২০ সনের ৪ নভেম্বর সকাল ১১ টায় আমাদের বাসায় ঢুকে আমাদেরকে বেদম মারধর করেন। বাসায় আসবাবপত্র ভাংচুর করেন।বাসার জিনিসপত্র ভেঙে রাস্তায় ফেলে দেন। একই সঙ্গে ব্যাপক ক্ষতি সাধন করেন। ফাতেমা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে বাব্বির ও সুমন প্যাদা ব্যাপক আঘাত করেন এবং সুমন প্যাদা তাকে ধর্ষণের চেষ্টা করেন। কান্না জড়িত কণ্ঠে তিনি এদের  বিচারের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ