• মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। বদলগাছীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। অধ্যাদেশের ৮০% কাজ শেষ, সাত কলেজের আন্দোলন স্থগিত কলাপাড়ায় মসজিদের কাজে বাঁধা,প্রতিবাদ করলেই দেয়া হয় মিথ্যা মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের উদ্বেগ মিথ্যা মামলার বেড়াজালে পড়ে নিঃস্ব হয়ে ন্যায় বিচার পেতে বিভিন্ন দপ্তরে দরখাস্ত/দৈনিক ক্রাইম বাংলা।। আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।।

বদলগাছীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৬১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মোঃ আসাদুজ্জামান (ভুট্টু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে লিফলেট বিতরণ করেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট ।

সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা হাট এলাকার বিভিন্ন গ্রাম গঞ্জে পাড়া-মহল্লায় এই লিফলেট বিতরণ করা হয়। মিঠাপুর ইউনিয়নে মিঠাপুর,এবং খাদাইল বাজারে।

৩১,দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রমে এসময় নেতৃত্বদেন বদলগাছী -মহাদেবপুর আসনে সংসদ সদস্য পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম বুলেট।

এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়নের বিএনপি নেতা মোঃ পিন্টু,মোঃ নাসির উদ্দীন,মোঃ শফিকুল ইসলাম পাহাড়পুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা, ইউপি সদস্য মোঃ চয়ন উদ্দীন করিম,মোঃ আসলাম হোসেন আবুজর গিফারী, ছাত্রদল নেতা মোঃ আসাদুজ্জামান (ভুট্টু,)মোঃ বিল্লু হোসেন,
বদলগাছী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোস্তাকিম, সহ বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবি দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়।

পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।

মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতেই এই প্রচার কার্যক্রম। আমরা এই ৩১ দফার মাধ্যমে দেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখাতে চাই। জনগণ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ