• মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁর মান্দার ফেরিঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। জনবিচ্ছিন্ন রাজনীতির বিরুদ্ধে মাঠে ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি,,, জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মান্দায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় খলিশা কুড়ি বাজারে ধানের শীষের পক্ষে সমবায় দলের গণসংযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। সড়ক নির্মাণে অনিয়ম! দীর্ঘ দিন বন্ধ থাকার পর কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ/দৈনিক ক্রাইম বাংলা।। বিজয় দিবসে মান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা/দৈনিক ক্রাইম বাংলা।। হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, কিডনি কার্যক্রমে উন্নতি হলেও ঝুঁকি রয়ে গেছে ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, নির্বাচন বানচালের চেষ্টা: যমুনার বৈঠকে রাজনৈতিক ঐক্য

এখন হালান্ড মেসি–রোনালদোর লেভেলে: গার্দিওলা,,,

রিপোর্টার: / ৫৯ পঠিত
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

এখন হালান্ড মেসি–রোনালদোর লেভেলে: গার্দিওলা

ক্রীড়া ডেস্ক |

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা মনে করেন, তার দলের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড এখন গোল করার ক্ষেত্রে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সমতুল্য অবস্থানে পৌঁছেছেন।

গত শনিবার বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে হালান্ডের জোড়া গোলে ৩–১ ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে এটি ছিল হালান্ডের ১১তম গোল, যা তাকে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট দৌড়ে এককভাবে শীর্ষে রেখেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা গোল করেছেন মাত্র ছয়টি করে।

ম্যানচেস্টার সিটির জার্সিতে লিগে ১০০ গোলের মাইলফলক ছুঁতে হালান্ডের প্রয়োজন আরও মাত্র দুই গোল। এমন পরিসংখ্যান দেখে গার্দিওলার মতে, হালান্ড এখন গোলের ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতায় ঠিক সেই জায়গায়, যেখানে মেসি ও রোনালদো ছিলেন তাঁদের সোনালি সময়ে।

গার্দিওলা বলেন,

> “মেসি–রোনালদোর মতোই প্রভাব বিস্তার করছে হালান্ড। আমরা দারুণ খেলেছি, তবে অবশ্যই হালান্ড ছিল ম্যাচের নির্ধারক। এটা অনেকটা মেসি বা রোনালদোর সঙ্গে খেলার মতো—মাঠে তাদের উপস্থিতি এতটাই বড় প্রভাব ফেলে।”

 

তিনি আরও যোগ করেন,

> “আপনি যদি হালান্ডের পরিসংখ্যান দেখেন—ওহ মাই গড! সে এখন মেসি ও রোনালদোর সংখ্যার স্তরে পৌঁছে গেছে। একমাত্র পার্থক্য হলো, মেসি ও রোনালদো এটা ১৫ বছর ধরে করে আসছে। মেসি এখনো এমএলএস-এ খেলছে এবং প্রায় প্রতিদিন দুই-তিনটা গোল করছে। রোনালদোও সৌদি লিগে একইভাবে দারুণ করছে।”

 

গার্দিওলার মতে, হালান্ডের সাফল্যের মূল রহস্য তার শেখার আগ্রহ ও গোলের ক্ষুধা।

> “যেভাবে সে শট নেয়, বল মাটির ওপর দিয়ে ছোড়ে—মনে হয়, সে জানে গোল হবেই। আমি অনেকবার বলেছি, সে অবিশ্বাস্যভাবে ‘কোচেবল’। আমি কখনো কখনো তার সঙ্গে কঠিন আচরণ করি, কিন্তু সে মনোযোগী, বিনয়ী, আর শুধুই গোলের জন্য বাঁচে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ