• বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও বাড়বে: সেনাসদর চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ,,,, রাসপূর্ণিমায় কুয়াকাটায় ঐতিহাসিক মতুয়া মহা-সম্মেলন ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে এখন হালান্ড মেসি–রোনালদোর লেভেলে: গার্দিওলা,,, ঢাবির জুলাই আন্দোলনে সহিংসতা: ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ,, বিএনপির মনোনয়ন ঘিরে মেহেরপুরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ,, মুক্তিযোদ্ধা চাচাকে বাবা দেখিয়ে চাকরি, ইউএনও কামাল হোসেনের ডিএনএ টেস্টের সিদ্ধান্ত,,, সারা দেশের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত,,, নির্বাচন কমিশনের নিবন্ধন পেল এনসিপিসহ তিন রাজনৈতিক দল,,, টাঙ্গাইলে ‘সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত,,,

নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও বাড়বে: সেনাসদর

রিপোর্টার: / ২০ পঠিত
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও বাড়বে: সেনাসদর

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

তিনি বলেন, “দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও উন্নত হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যেতে পারবে—আমরা সেই সময়ের অপেক্ষায় আছি।”

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও জানান, নির্বাচনের সময় করণীয় বিষয়গুলো মাথায় রেখে সেনাবাহিনী বর্তমানে সীমিত পরিসরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, “শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা সবসময় বলি— ‘We train as we fight’।”

তিনি উল্লেখ করেন, গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে দায়িত্ব পালন করছে, যা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতি। “এই সময়ে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। আমরা আশা করি, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সেনানিবাসে ফিরে যেতে পারব,” যোগ করেন জেনারেল মাইনুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ