
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি
ঢাকা, ৯ নভেম্বর ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা):
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে।
রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিইসি বলেন,
> “আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য একটি মাইলফলক। একদিকে সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে, অন্যদিকে দেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।”
সিইসি আরও বলেন,
> “আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোট দেবে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আপনার ভোট আপনার শক্তি—নিজের ভোট দিন, অন্যকেও ভোট দিতে উৎসাহিত করুন।”
ভিডিও বার্তায় কমিশনের অন্যান্য সদস্যরাও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন,
> “নির্বাচনকালীন সময়ে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে। তাই কোনো উড়ো খবর বিশ্বাস না করে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন। প্রয়োজনে সরাসরি ইসি অফিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।”
নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন,
> “নির্বাচন প্রক্রিয়া অবশ্যই জেন্ডার-বান্ধব হতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ভোট প্রদান করার অধিকার রয়েছে। কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অধিকার আমাদের কারো নেই। আসন্ন নির্বাচনে আমরা প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আহ্বান জানিয়ে বলেন,
> “বাংলাদেশের প্রতিটি নাগরিক একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। তাই সকল প্রার্থী, জনপ্রতিনিধি ও ভোটারদের প্রতি আহ্বান—নির্বাচনের আচরণবিধি ও আইন কঠোরভাবে মেনে চলুন।”
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন,
> “প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করছে। প্রবাসীদের সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে বলে আমরা আশাবাদী।”
নির্বাচন কমিশনের এই ভিডিও বার্তায় সবার প্রতি আহ্বান জানানো হয়—গুজব বা বিভ্রান্তি এড়িয়ে গণতান্ত্রিক দায়িত্ব পালন করুন এবং সুষ্ঠু নির্বাচনে অংশ নিন।