
মোঃ জালাল হোসেন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে প্রায় পাঁচ হাজার বিএনপি নেতাকর্মী ১৫টি বাসযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এই ঐতিহাসিক যাত্রার নেতৃত্ব দিচ্ছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও মান্দার মাটি ও মানুষের নেতা ডা. ইকরামুল বারী টিপু।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়ন ও সংগ্রামের মধ্যেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে উদ্বুদ্ধ হয়ে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন। মান্দার প্রতিটি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে যাত্রাপথ। নেতাকর্মীদের কণ্ঠে ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়।
ডা. ইকরামুল বারী টিপু বলেন, “তারেক রহমান শুধু একজন নেতা নন—তিনি গণতন্ত্রের প্রত্যাবর্তনের প্রতীক। মান্দার নেতা-কর্মীরা আজ একতাবদ্ধ হয়ে প্রমাণ করেছে, জনগণের শক্তির সামনে কোনো দমন-পীড়ন টিকতে পারে না।”
এই কর্মসূচিকে ঘিরে মান্দাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতারা আশা প্রকাশ করেন, এ জনস্রোত আগামী দিনে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে এবং দেশে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করবে।